অত্র ২নং উজিরপুর ইউনিয়নে নদী ও খালের তালিকা নিন্মে দেওয়া হলো:-
১. কাকড়ী নদী কাঁঠালিয়া হইতে রাজার বাজার ব্রীজ পর্যন্ত ৯ কি.মি।
২. বোয়ালজোড়খাল লালবাগ হাইওয়ে ব্রীজ হইতে সাহাপুর পর্যন্ত ৪ কি.মি।
৩. বেলঘর শুয়ারখীল, বেলঘর ব্রীজ হইতে শিতলীয়া ব্রীজ পর্যন্ত ২ কি.মি।
এর মধ্যে কাকড়ী নদীর বিস্তারিত নিন্মে দেওয়া হলো:
০১। কাকড়ী নদী :এটি চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারের পূর্বে ভারত হইতেপ্রবাহিত হইয়া মিয়াবাজার এবং কাশিনগর ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েডাকাতিয়া নদী সাথে মিশেছে। নদীটি বালু উত্তোলনের জন্য বিখ্যাত। বন্যার সময় ভারতের উজানের পানি নদীটি দিয়ে নিস্কাশিত হয় বিদায় অত্র এলাকার মানুষ বন্যাকবলিত হাত থেকে রক্ষা পায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস