যাদের জাতীয় পরিচয়পত্রের জন্য তথ্য সংগ্রহ করেছে তাদের আগামী ০৮-১০-২০১৭ইং তারিখে রোজ বরিবার সকাল ০৯ ঘটিকা হইতে বিকাল ৪ টা পর্যন্ত ২নংউজিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ছবি এবং পিঙ্গার নেওয়া হবে। এবং যারা নতুন এখনো তথ্য সংগ্রহ করেনি তারা ১। অনলাইন জন্ম নিবন্ধন এর ছায়ালিপি ২। পিতা মাতার ভোটার আইডির ছায়া লিপি ৩। শিক্ষাগত সনদ এর ছায়া রিপি যদি থাকে ৪। পাসপোট এর ছায়া লিপি যদি থাকে। এই সমস্থ কাগজপত্র নিয়ে ০৮-১০-২০১৭ইং তারিখ ২নংউজিরপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোদ করা হলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস